দেশজুড়ে
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৭
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৬ আগস্ট ) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩৯ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৫৫৬ পিস ইয়াবা, ২৮৯ বোতল দেশি মদ, ২০ বোতল ফেন্সিডিল, ৫ ক্যান বিয়ার ও ২৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।