আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত: বাইডেন

আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমি এটা অন্য আরেকজন প্রেসিডেন্টের জন্য রেখে দিতে পারি না। আফগানিস্তানে সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি। আফগানিস্তানে তালেবানের হাতে যুক্তরাষ্ট্র সমর্থক সরকারের পতনের পরিপ্রেক্ষিতে তুমুল সমালোচনার মধ্যে এ মন্তব্য করেন বাইডেন। খবর আল জাজিরা ও বিবিসির।

তালেবানের হাতে কাবুলের পতনের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বাইডেন। ভাষণটি দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে আশরাফ গনি (সদ্যসাবেক আফগান প্রেসিডেন্ট) নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু তার এ ধারণা ভুল ছিল।যেখানে আফগানরাই নিজেদের রক্ষায় লড়াইয়ে নামতে ইচ্ছুক নয়, সেখানে মার্কিনরা এমন একটি যুদ্ধে প্রাণ দিতে পারে না।’

গত রবিবার তালেবানের হাতে আফগান সরকারের পতন হয়। যার ফলে বাইডেনের দক্ষ রাজনীতিকের ভাবমূর্তি গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। কাবুল থেকে মার্কিন দূতাবাসকর্মী ও নাগরিকদের সরিয়ে আনা হচ্ছে। এদিকে মার্কিন গণমাধ্যমে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির রাজনীতিবিদসহ বাইডেনের কড়া সমালোচনা করা হচ্ছে।

২০০১ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাবাহিনী। চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর মে থেকে আফগানিস্তান দখলে অভিযানে নামে তালেবানগোষ্ঠী এবং দখল করে নেয় তালেবান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button