আন্তর্জাতিক

কাবুলে আটকে পড়া পরিবার নিয়ে দুশ্চিন্তায় রশিদ খান

আফগানিস্তানে ক্ষমতা দখলের নৈরাজ্য চালাচ্ছে তালেবান। এতে মারা যাচ্ছে অনেক মানুষ। অবস্থা এতই খারাপ যে আমেরিকার বিমানের ডানায় চড়ে দেশ ছাড়ছে অনেকে। তাতে হতাহতও হতে দেখা গেছে।

এমন অবস্থায় আফগানদের শান্তি কামনা করা ছাড়া কোনও কিছুই তো করার নেই। সেখানে ক্রিকেট তো অনেক দূর। ইংল্যান্ডে অনুষ্ঠিত ‘দ্য হান্ড্রেড’ খেলছেন আফগান তারকা রশিদ খান, মোহাম্মদ নবীরা।

কিন্তু বাইশ গজের বাইরেও তো তাদের জীবন রয়েছে। রশিদ খান রীতিমতো উদ্বিগ্ন পরিবার নিয়ে। সোমবার টুইট করে এই লেগ স্পিনার শান্তি কামনা করেন। এর আগে আরেক টুইট বার্তায় বিশ্ব নেতাদের আহ্বান জানান তার দেশের পাশে দাঁড়াতে।

‘আমার দেশে নৈরাজ্য চলছে। প্রতিদিন মহিলা, শিশুসহ হাজারো নিরীহ মানুষ শহীদ হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। হাজারো পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন অবস্থায় ছেড়ে যাবেন না। আফগান হত্যা বন্ধ করুন। আফগান পতাকা ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমরা শান্তি চাই।’

এমন অবস্থায় পরিবারকে আফগানিস্তানে রেখে দ্য হান্ড্রেডে খেললেও রশিদ খানের উদ্বিগ্নতার কথা জানিয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার কেবিন পিটারসেনকে। স্কাই স্পোর্টসকে পিটারসেন বলেছেন, ‘ওর (রশিদ খান) সঙ্গে আমার কথা হয়েছে। পরিবারকে আফগানিস্তান থেকে বের করতে পারেনি। এ নিয়ে সে বেশ উদ্বিগ্ন।’

পরিবার এবং দেশের জন্য এত চিন্তার পরও বাইশ গজের লড়াইয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন এই তারকা লেগ স্পিনার। সোমবার ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ২০ বলে ৩ উইকেট নেন ১৬ রান দিয়ে। দলের জয়ে তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে পিটারসেন বলেন, ‘এত চাপের মধ্যে থেকেও কী দুর্দান্ত পারফর্মটাই করে দেখাল রশিদ। তার এই পারফরম্যান্স আমার দেখা সেরা হয়ে থাকবে।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button