দেশজুড়ে

উল্লাপাড়ায় শোক দিবস উপলক্ষে মুত্তালিব কমিউনিটি’র ফ্রি মেডিকেল ক্যাম্প

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুত্তালিব কমিউনিটি হাসপাতাল, ঢাকার উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবসে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সেনগাঁতী গয়হাট্রা ‘রুচি ড্রীম হাউজে’ এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জননেতা তানভীর ইমাম।

মুত্তালিব কমিউনিটি হাসপাতালের পরিচালক ডাঃ নবীনুর রহমান রুচি জানান, অবহেলিত জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের এ আয়োজন। মেডিসিন, হৃদ রোগ ও উচ্চ রক্তচাপ, স্ত্রীরোগ ও ধাত্রী বিশেষজ্ঞসহ ৪ জন অভিজ্ঞ ঢাকার ডাক্তার এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়েছেন। কোনাগাঁতী, পারকুল, সেনগাঁতী, শিমলা, মোড়দহ, হাওড়াসহ এলাকার প্রায় ১ হাজার সুবিধা বঞ্চিত মানুষ এই ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী পেয়েছেন। ভবিষ্যতে আবারও এলাকার মানুষের জন্য প্রি মেডিকেল ক্যাম্প করবেন বলে জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button