দেশজুড়ে

খুলনা প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালিত

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ১৪ আগষ্ঠ শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে তিনদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনেও বঙ্গবন্ধু’র জীবন, কর্ম ও শোকাবহ ১৫ আগস্টের ওপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন ছাত্রী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি’র ‘একক চিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ১৫ আগষ্ঠ রবিবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র সাবেক মহাসচিব ওমর ফারুক, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মারুফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম নজরুল ইসলাম, ফারুক আহমেদ, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মামুন রেজা প্রমুখ।

অনুষ্ঠানে কবি মারুফুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু’র উপর রচিত তার নিজের একটি কবিতা আবৃত্তি করেন। এছাড়া শিল্পী হিসেবে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় খুলনা প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসের কর্মসূচির শুরুতে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button