দেশজুড়ে

কমলনগরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে সড়ক সংস্কার

শাহদাত সুমন, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে সড়ক সংস্কার করা হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০ ঘটিকা থেকে ০৭ নং হাজিরহাট ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের হাজি পাড়া সড়কটির সংস্কার কাজ করা হয়।

ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা সমাজকল্যাণ বিভাগের তত্বাবধানে কমলনগর উপজেলা শাখার উদ্যোগে রোডটির সংস্কার কাজ করা হয়। জানা যায় অনেক দিন যাবত রোডটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে রোডটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, পরবর্তীতে রোড দিয়ে চলাচল করতে মানুষের খুব কষ্ট হয়। কোনো ধরনের গাড়ী,ভ্যান, রিক্সা ও চলাচল করতে পারে না। দীর্ঘদিন পর্যন্ত রোডটির এ অবস্থা হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই।

ইসলামী যুব আন্দোলন, কমলনগর উপজেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম মেহরাজ জানান আমাদের ০৭ নং হাজিরহাট ইউনিয়ন সভাপতি মাওলানা মামুন সাহেব রোডটির বিষয়ে আমাকে জানান, তখন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে রোডটি সংস্কার করে দেওয়ার আশ্বস্থ করি। তিনি আরে বলেন আমাদের সংগঠনে এসব সামাজিক দূর্ভোগগুলো দেখে সমাধানের চেষ্টা করার জন্য একজন দায়িত্বীল আছে, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে। আমরা আজকে রোড সংস্কার কাজ করাতে সমাজের মানুষ খুব খুশি হয়েছে আমাদের উপর। তাই যুব আন্দোলন চাই সমাজের অসংগতি দূর করে, সমাজকে সুন্দর একটি সমাজ হিসেবে গড়ে তুলতে।

এসময় রোড সংস্কার কাজে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন, ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, কমলনগর উপজেলা সভাপতি মাওলানা মেহরাজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আজগর, অর্থ সম্পাদক মাওলানা হারুন, সংখ্যালগু সম্পাদক মাওলানা আঃ হাকিম, ০৭ নং হাজিরহাট ইউনিয়ন সভাপতি মাওলানা মামুন, সহ-সভাপতি মাওলানা জিয়া উদ্দিন আলমগীর, সদস্য মোঃ জাবের, আঃ ওহাব প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button