রাজারহাট উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাট উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল করেছে উপজেলা যুবলীগ ।
১৫ আগষ্ট বিকেলে রাজারহাট উপজেলা যুবলীগ আয়োজিত শোক সভায় যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য চাষী আব্দুস ছালাম,উপজেলা আওয়ামীলীগ নেতা আজগর আলী,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছামিউল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়,চাকির পশার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুবকর প্রমূখ।
বক্তারা বলেন,আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫আগষ্ট নির্মম হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা এবং তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এসময় তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদদের নিয়ে স্মৃতি চারণ মূলক আলোচনা করেন। শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন,ক্বারী মোঃ শাহজামাল।