উপজেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে জাতীয় শোক দিবসে হাজারো নেতা কর্মীর যোগদান
লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম সিকদারের নেতৃত্বে হাজারো নেতা কর্মী নিয়ে শোক দিবসে যোগদান করেছেন।
রবিবার (১৫ আগষ্ট) দুপুরে হাজারো নেতাকর্মী নিয়ে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে এ শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ্রিয়ার পান্না সোহেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৈরদৌসি আলম নীলা, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, যুবলীগ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, সরকারী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব সহ আরো অনেকে।