জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে উত্তোলন হয়নি জাতীয় পতাকা
মো রনি খান, মির্জাগঞ্জ থেকেঃ সারা দেশের ন্যায় মির্জাগঞ্জে নানা আয়োজনে পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি। এদিন জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী সব সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের বিধান বাধ্যতামূলক থাকলেও মধ্য চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানা হয়নি জাতীয় পতাকা উত্তোলনের বিধিমালা।
সরেজমিনে রবিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ১০৯ নং মধ্য চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়। স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, সকাল থেকে এখানে কোন শোক দিবসের কর্মসূচি পালন করতে দেখিনি। আর পতাকা উত্তোলনও করছে কিনা তা আপনারাই দেখতেছেন।
জানতে চাইলে পতাকা না উত্তোলনের কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম বলেন, আমি ইউনিয়ন ব্যাপি প্রোগ্রামে ব্যস্ত ছিলাম। ভুলবশত পতাকা খুলে রাখা হয়েছে। তাতে সরকারি আইনের অল্প একটু লঙ্গন হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, প্রতিটি বিদ্যালয়ে নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। এমনকি প্রধান শিক্ষকদের ম্যাসেঞ্জারেও এ নির্দেশনা পাঠানো হয়েছে। যদি কেহ নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে দেখার জন্য বলা হবে।