নান্দাইলে ভয়াবহ আগুনে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার। উপজেলার সদর ইউপির ভাটি গোরস্থান বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে একটি ইলেকট্রনিক দোকান থেকে আগুনের সূত্রপাত। পাশের দোকানে ঘুমিয়ে থাকা এক দোকানি বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার করলে বাজারে অন্যান্য দোকানে ঘুমিয়ে থাকা দোকানীরা জেগে ওঠে।
মানুষের হৈ-হুল্লোড় শুনে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসেকে। ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে এসে এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাজারের ব্যবসায়ী মোসলেম উদ্দিনের ওষুধের ফার্মেসি, রুহুল আমিনের মুদির দোকান, সাহেদ আলীর ইলেকট্রনিক এই তিনটি সম্পূর্ণ রুপে পুড়ে যায়। এতে সব মিলিয়ে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস টিম লিডার আ. মালেক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুণ নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো বাজার পুড়ে যেতে পারতো। ধারণা করছি ইলেকট্রনিকসের দোকান থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় আমরা প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রোধ করতে পেরেছি।