দেশজুড়ে

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন ৷

পরে সকাল ১১ টায় ইউএনও মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওহাব, ওসি মোঃ সামসুদ্দীন ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি , রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর রেজাউল করিম, ম্যানেজার জি এম তরিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, হামিমা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ৷

এরপর রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ঋণ বিতরণ, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button