মোংলায় আরিফ মেম্বর গ্রেফতার
মোংলা প্রতিনিধি: মারধরের মামলায় মোংলায় এক ইউপি মেম্বরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০ টায় পৌর শহরের চৌধুরী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোংলা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বর) ও প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ ফকির তার এলাকায় মারধরের একটি মামলায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলো।
রবিবার সে পৌর শহরে আসলেই তাকে পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়। দুপুরে মেম্বর আরিফ ফকিরকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, মারধরের মামলায় ওই মেম্বর যদি চার্জশিটভুক্ত আসামি হন, তাহলে তাকে তার সদস্য পদ (মেম্বর) থেকে সাময়িক বরখাস্ত করা হবে।
এদিকে স্থগিত প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিঠাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আরিফ ফকির আবারও প্রার্থী হন। ওই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি মারধরের ঘটনার মামলা ও একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।