দেশজুড়ে

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল ৯ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে, উপজেলার চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর পৌরসভা পক্ষে মেয়র অধ্যক্ষ আক্কাস আলী পুষ্পস্তবক অর্পণ করেন, বিরামপুর থানার পক্ষে সিনিয়র এএসপি সার্কেল ওয়াহিদুন্নবি, ওসি সুমন কুমার মহন্ত তদন্ত ওসি মতিয়ার রহমান পুষ্পস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিরামপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি শাহিনুর আলম সাধারণ, সম্পাদক মশিউর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি শিবলী সাদিক,জাতীয় সংসদ সদস্য,খায়রুল আলম রাজু,উপজেলা চেয়ারম্যান বিরামপুর,আক্কাস আলী পৌরসভা মেয়র বিরামপুর,একে এম ওয়াহেদুন্নবী সিনিয়র সহকারী পুলিশ সার্কেল বিরামপুর,উম্মে কুলসুম বানু,বিরামপুর উপজেলা ভাইস (মহিলা) চেয়ারম্যান,মেজবাউল ইসলাম মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান বিরামপুর দিনাজপুর সহ প্রমূখ গন উপস্থিত ছিলেন। উক্ত শোক দিবস অনুষ্ঠানে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানে দেশ গঠনের রুপচিত্র ও দেশ বিরুদ্ধি ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যার বিষয়ে বিষোদ আলোচনা রাখেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button