দেশজুড়ে

হাতীবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার ( ১৫ আগস্ট) সকালে হাতীবান্ধা উপজেলা আওয়ামলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে হাতীবান্ধা এসএস সরকারি মডেল হাইস্কুলের নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন,আলোচনা সভা, দোয়াসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

আরও উপস্থিত ছিলেন- হাতীবান্ধা এসএস সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের এর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসনে, উপজেলা মহিলালীগের সভাপতি রশিদা বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button