দেশজুড়ে

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৭ জন এবং করোনার উপসর্গে ৫ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন, পাবনার ১ জন। তিনি জানান, আজ রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩১৪ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন। রবিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।

পরিচালক জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩১৪ রোগীর মধ্যে ১৮১ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৫৬ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, শনিবার স্থানীয় দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ২৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ১৪ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button