জাতীয়

১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় ঘাটতি নেই: ডিএমপি কমিশনার

এস, এম, মনির হোসেন জীবন- ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, কোনো ধরনের আশঙ্কা না থাকলেও একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে, যেকোনো ধরনের ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও মেধা দিয়ে প্রতিরোধের চেষ্টা করবে।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা কাউকে মাস্ক ছাড়া অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে সেলফি তুলে সময় নষ্ট না করে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করার আহ্বান জানান তিনি।

১৫ আগস্টের নিছিদ্র নিরাপত্তা বলয় সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জঙ্গিরা ১৫ আগস্ট অনুষ্ঠানস্থলে না পারলেও আশপাশের দুই কিলোমিটারের মধ্যে কিছু ঘটাতে পারলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। যদিও আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।

আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালিবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়েছেন বলে জানান মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, তারা হিজরতের জন্য বের হয়েছেন বলে মনে করেন। এর মধ্যে ভারতে বেশ কিছু লোক ধরাও পড়েছে। যে যেভাবে পারছে পায়ে হেটে হলেও যাচ্ছে আফগানিস্তানে। দেশের সকল গোয়েন্দা সংস্থাসহ আমরা অবগত রয়েছি।

ডিএমপি কমিশনার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্টের বোমা হামলা ও ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালানো হয়। তাই এ মাস এলে সরকারের প্রত্যেকটি আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে, যাতে ষড়যন্ত্রকারীরা দ্বিতীয়বার এ ঘটনা না ঘটাতে পারে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, পৃথিবী এখন সাইবার জগতে বন্দী। জঙ্গিরাও এই মাধ্যম ব্যবহার করে নিয়োগ এবং উদ্বুদ্ধ করার কাজ করছে। সম্প্রতি তালিবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এ আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতের জন্য ঘর ছেড়েছে।

দেশের জঙ্গিদের পরিস্থিতি নিয়ে কমিশনার বলেন, গত পরশু জঙ্গি সংগঠনের লিডিং পর্যায়ের একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

তিনি আরে বলেন, যিনি বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিত। তারা ধাপে ধাপে উন্নতি করছিল, পুরো গ্যাংটাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য শফিকুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুইপিং করা হয়েছে ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দিয়ে। ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘সকাল সাড়ে ৭টা পর্যন্ত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রবেশ করবেন। এটা যেহেতু আবেগের জায়গা তাই, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ১৫ আগস্টের কর্মসূচি সুষ্ঠুভাবে শেষ করতে দোয়া চেয়েছেন মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘জঙ্গি হামলার আশঙ্কা নেই তবুও সবাই আগামীকালের অনুষ্ঠানের জন্য দোয়া করবেন। একই সঙ্গে করোনা মহামারির কারণে জনসাধারণকে সেলফি না তোলার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button