আন্তর্জাতিক

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে তুরস্ক, নিহত ২৭

কৃষ্ণ সাগর এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে তুরস্ক। চলতি মাসেই ভয়াবহ দাবানলের পর এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এ পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। শুক্রবার (১৩ আগস্ট) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্মরণকালের ভয়াবহ এ বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির বার্টিন, কাস্তামনু ও সিনোপ প্রদেশে এ বন্যা ছড়িয়ে পড়েছে।

বন্যার স্রোতের তোড়ে রাস্তায় থাকা অনেক গাড়ি ভেসে গেছে, ধ্বংসস্তুপে ভরে গেছে রাস্তা। সেতু ভেঙে এবং রাস্তায় ধ্বংসস্তূপ জমে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু সংবাদমাধ্যমকে জানান, এমন ভয়াবহ বন্যা আমি আগে কখনো দেখিনি। দেশের জনগণ ভয়াবহ ঝুঁকির মধ্যে পতিত হয়েছে এবং বহু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button