ফুলবাড়ীতে প্রাণিসম্পদ কর্মকর্তার ভূল চিকিৎসায় বিদেশী জার্সি গাভী ও বাছুরের মৃত্যুর অভিযোগ
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব এর ভূল চিকিৎসায় বিদেশী জার্সি গাভী ও বাছুরের মৃত্যু ক্ষতিপূরণের দাবীতে ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে গাভীর মালিক শরিফুল ইসলাম এর সংবাদ সম্মেলন।
ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ডে মোঃ তোফাজ্জাল হোসেন এর পুত্র মোঃ শরিফুল ইসলাম জুয়েল বৃহস্পতিবার দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমি গত ০৩/০৮/২০২১ ইং তারিখে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ আহসান হাবিব কে আমার গরুর অসুস্থতার কথা জানাই, তিনি ঐ দিন আমার বাড়ীতে এসে আমার পালিত বিদেশী জার্সি গাভী যাহা ৯ মাসের গর্ভবতী ছিল। ঐ দিন গরুকে একটি ইনজেকশন দেন ও কিছু ঔষধ লিখে দেন।
আবার গত ০৪/০৮/২০২১ ইং তারিখে বাড়ীতে এসে আরও একটি ইনজেকশন দেন এবং ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীটি মারা যায়। ঐ ঘটনাকে কেন্দ্র করে সুষ্ট তদন্ত সাপেক্ষে প্রাণি সম্পদ কর্মকর্তা বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গাভীর ক্ষতিপূরণের দাবী করেন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ২০২০ ইং সালে কোভিড-১৯ করোনা ভাইরাস শুরুর পর পল্ট্রি ও ডেইরী খামারীরা অফুরন্ত ক্ষতি সাধন এর মুখে পড়েন। সরকার পল্ট্রি ও ডেইরী খামারীদেরকে ক্ষতিপূরণ দিলেও ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবিব সঠিক তালিকা না করে খামারীদেরকে সরকারী প্রনোদন প্রদান করেন। অনেকের গরু থাকলেও তাদের তালিকায় নাম লিপিবদ্ধ করে নি। আবার যাদের দুটি গরু আছে তাদেরকে প্রনোদনা প্রদান করেন। অথচ আমার গরু থাকার সত্তেও আমি প্রনোদনা পাই নি। প্রনোদনা প্রদানের বিষয়টি তদন্ত করা প্রয়োজন। আমি সংবাদ সম্মেলনে আমার গরু ও বাছুরের ৩ লক্ষ টাকা ক্ষতি পূরনের দাবী করছি। ক্ষতিপূরণ না পাওয়া গেলে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।