রাজনীতি

ইসলামী আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির হাতে পিপিই হস্তান্তর ঢাকা মহানগর উত্তরের

সারাদেশে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সরবরাহ, করোনায় আক্রান্ত/উপসর্গে মৃতদের মরদেহ দাফন-কাফন ও সৎকার কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ব্যবহারের জন্য ১১ আগষ্ট বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ-এর হাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) হস্তান্তর করা হয়।

নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম ও সহকারী দফতর সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন।

এসময় অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, করোনার সঙ্কটময় পরিস্থিতির শুরু থেকেই করোনায় আক্রান্ত/উপসর্গে মৃতদের মরদেহ দাফন-কাফন ও সৎকার কার্যক্রমের পাশাপাশি দেশব্যপী ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কেন্দ্রীয় কমিটির নিয়মিত তদারকিতে সারাদেশের বিভিন্ন জেলা শাখা এপর্যন্ত প্রায় দুই হাজার মরদেহ দাফন ও সৎকার করেছে। ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পরার পর দেশব্যাপী হাজার হাজার স্বেচ্ছাসেবক করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সরবরাহের কাজ করছে।

স্বেচ্ছাসেবকদের সুরক্ষায় পিপিই প্রদান করায় ঢাকা মহানগর উত্তরের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের মহাসচিব সহ কেন্দ্রী নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button