ভারতে মার্শালদের পাহারায় পাশ হলো বিমা বেসরকারিকরণ বিল
ভারতের সংসদে নিরাপত্তাকর্মী বা মার্শালদের পাহারায় পাশ হয়েছে বিমা বেসরকারিকরণ বিল। মার্শালদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি করেছেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তারা বলেছেন, ভারতের সরকারি বিমা সংস্থাগুলিকে বন্ধু শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঘটে এসব।
পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বিল পাশের কিছুক্ষণ আগেই মোদি বণিকসভা সিআইআইয়ের বার্ষিক সভায় বলেন, ‘স্ট্র্যাটেজিক ক্ষেত্রেও বেসরকারি সংস্থাকে সুযোগ দেওয়া হচ্ছে, সরকারের নিয়ন্ত্রণ কমানো হচ্ছে। এই সব কঠিন সিদ্ধান্ত সম্ভব হচ্ছে, কারণ দেশ শিল্পমহলের উপরে ভরসা করে।’ সাধারণ বিমা ব্যবসা (জাতীয়করণ) আইনের সংশোধনী বিলে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় সরকারের হাতে বাধ্যতামূলক ভাবে অন্তত ৫১ শতাংশ মালিকানা রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। ফলে সরকারি বিমা সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার পথে আর কোনও বাধা থাকছে না।
এর আগেই বিরোধীরা হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, বুধবার বিমা বিল পাশের চেষ্টা হলে গন্ডগোল হবে। কিন্তু মোদির বক্তব্যের পরেই স্পষ্ট হয়ে যায়, সরকার বিমা বেসরকারিকরণ বিল পাশ করাতে বদ্ধপরিকর। রাজ্যসভায় বিরোধীরা হট্টগোল শুরু করতেই, কিছুক্ষণের জন্য সভা মুলতুবি করে মার্শাল নামানো হয়। তাঁরা বিরোধীদের আসনের সামনে দুর্গ তৈরি করে ফেলেন।