দেশজুড়ে

নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। বুধবার (১১ আগস্ট) সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ২০০ জনে। এ সময় করোনা আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৭ জনে।

তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৯৮৪টি নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১০৫ জন, সুবর্ণচরে ৭ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, বেগমগঞ্জে ৩২ জন, চাটখিলে একজন, সেনবাগে ৩৫ জন, কবিরহাটে ১৯ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। এর মধ্যে সদরের ৩৬ জন আর বিভিন্ন উপজেলার ১৭১ জন রয়েছেন।

উল্লেখ্য, নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ২০০ জনের। যার মধ্যে সদরের ৬ হাজার ১৪৮ জন আর বিভিন্ন উপজেলার ১২ হাজার ৫২ জন রয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button