দেশজুড়ে

সুন্দরগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেপ্তার

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে জামাল হোসেন(এমদাদুল হক) নামে এক প্রতারক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত এমদাদুল হক দীর্ঘদিন ধরে জামাল হোসেন নাম ব্যবহার করে নিজেকে এমবিবিএস, এফসিপিএস হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

এ ছাড়া সুন্দরগঞ্জে প্রতারণার মাধ্যমে এক নারীকে বিয়ে, সেনাবাহিনীতে চাকুরি দেয়ার নাম করে একজনের নিকট থেকে টাকাও হাতিয়ে নিয়েছে এমদাদুল হক নামের ওই প্রতারক।

জানা যায়, গত বৃহস্পতিবার কেমিকো ফার্মাসিউটিকেলস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার জুলফিকার হাবিবের মোটর সাইকেল নিয়ে এক ফার্মেসি থেকে ওষুধ আনার নাম করে পালিয়ে যায় এমদাদুল হক। শুক্রবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারেন সে ভূয়া ডাক্তার। তার কোনো ডাক্তারী সনদপত্র নেই।

একসময় ঢাকায় এক ডায়াগনষ্টিক সেন্টারে কর্মচারি হিসেবে নিয়োজিত ছিল এমদাদুল হক। মঙ্গলবার ভোরে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনার মাধ্যমে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি বাজার থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করেন। প্রতারক এমদাদুল হকের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ চওড়াটারী গ্রামে এবং সে ওই গ্রামের ময়েন উদ্দীনের ছেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সে একজন বড় প্রতারক। প্রতারণার বিষয়ে অধিকতর তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও যোগ করেন তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button