জাতীয়
মডেলকাণ্ডে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে : সিআইডি প্রধান


পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, মডেলকাণ্ডে সিআইডি যাদের জিজ্ঞাসাবাদ করছে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিআইডি প্রধান বলেন, আলোচিত নায়িকা পরীমনি, পিয়াসা ও মৌ- এদের বিভিন্ন কাণ্ডে জড়িত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তবে কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা বলেননি তিনি।