এবার পরীমণির ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি

মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত চিত্রনায়িকা পরীমণির ৫ দিনের রিমান্ডে চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১০ আগস্ট) পরীকে নতুনভাবে রিমান্ডে পাওয়ার জন্য আবেদন করবে সংস্থাটি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, পরীমণিকে বুঝে পাওয়ার সময় তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড আদেশ ছিল। কিন্তু মামলা ও আসামি হস্তান্তরে সময় চলে যাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি। এজন্য পরীমণিকে আরও ৫ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।
গত ৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটকের পর তাকে র্যাব সদরদপ্তরে নেওয়া হয়। বুধবার রাতে সেখানেই থাকতে হয় পরীমণিকে। বৃহস্পতিবার র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।
মাদক মামলায় গ্রেপ্তার পরীমণিকে ৪ দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে তাকে আবার আদালতে নেয়া হবে।