পলাশবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে এক কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম-এর নির্দেশনায় পলাশবাড়ী থানা এলাকা মাদক মুক্ত করতে পলাশবাড়ী এলাকার সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন সমূহে পুলিশের মাদকবিরোধী তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এরইঅংশ হিসেবে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মতিউর রহমানের নির্দেশে এসআই জিয়ারুল হকের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিকসহ সঙ্গীয় ফোর্স রোববার (৮ আগস্ট) বিকেলে উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী আশরাফুলের দোকানের পশ্চিম পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।এসময় যানবাহন তল্লাশি কালে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার সদর উপজেলার লিচু বাগানপাড়া গ্রামের মুকুল ইসলাম ভুট্টু’র ছেলে মাদক ব্যাবসায়ী রাশেদুল ইসলাম (২৭) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ী গ্রামের মৃত সুবল চন্দ্র বর্মণের ছেলে শ্রী পুন্না রায় (২২) বলে জানা যায়।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদেরকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।