শ্রীমঙ্গলে ২,০১,১২৭ ঘনফুট অবৈধভাবে উত্তলিত বালু জব্দ সহ ১ জনের কারাদণ্ড
কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ভুনবীর গ্রামের বাসিন্দা মৃত: আজিজ এর ছেলে ভুনবীর গ্রামের ৩নং ওয়ার্ডের মেম্বার ওয়াহিদ মিয়া(৪৪)কে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অবৈধ উপায়ে বালু উত্তোলনের জন্য ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ই আগস্ট) বিকেলে এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মোঃ নেছার উদ্দিনএর সমন্বয়ে গঠিত একটি টিম উক্ত ঘটনায় ওয়াহিদ মিয়া(৪৪)কে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অবৈধ উপায়ে বালু উত্তোলনের জন্য ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বিপুল পরিমান বালু জব্দ বালু উত্তোলনের ৪ টি মেশিন জ্বালানো সহ ১লাখ ১ হাজার ১২৭ সি এফ টি জব্দ করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত উক্ত ইউনিয়নের সাতগাঁও চৌমূহনা, ভুনবীর চৌমূহনা, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও বাদে আলিশারকুলে অবৈধভাবে উত্তোলন করা ২,০১,১২৭ ( দুই লাখ এক হাজার একশো সাতাশ) ঘনফুট বালু জব্দ করে। জব্দকৃত বালু বিধিমত নিলামে বিক্রির জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারা লংঘনের অভিযোগে ১৫(১) অনুযায়ী ১ ( এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।