জাতীয়
পরী-পিয়াসা-মৌর বাসায় যাতায়াতকারীদের তালিকা নিয়ে যা জানালো ডিএমপি
কদিন ধরেই শোনা যাচ্ছিল, পরীমণি, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌর বাসায় যাতায়াতকারীদের নাম তালিকা করা হচ্ছে।
তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম জানালেন, তাদের বাসায় যাতায়াত ছিল এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের কোনো তালিকা করা হচ্ছে না।
সোমবার (৯ আগস্ট) দুপুরে ডিএমপি কমিশনার রাজধানীতে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
এ সময় ডিএমপির কমিশনার জানান, তাদের সঙ্গে বিভিন্ন ব্যক্তির ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একটি গ্রুপ এরই মধ্যে চাঁদাবাজি করছে বলে পুলিশের কাছে তথ্য এসেছে। এমন অবস্থায় তাদের কবল থেকে রক্ষা পেতে দুই-তিন জন ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।