আন্তর্জাতিক

ব্রাজিলের যে উপহ্রদ ‘কোকাকোলায়’ ভরা

বিশ্বজুড়েই কোকাকোলার ব্যপক চাহিদা। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এই কোমল পানীয়ে আসক্ত। কখনো ভেবে দেখেছেন কি- যে আপনি আস্ত একটা কোকাকোলার হ্রদের মধ্যে সাঁতার কাটছেন? এ অব্দি পড়ে অবাক হলেও, ব্রাজিলের রিও গ্রান্দে দেল নর্তে এলাকায় অবস্থিত ‘কোকা কোলা উপহ্রদ’-এর পানির রঙ ঠিক কোকাকোলার মতোই!

উপহ্রদটির আসল নাম লাগোয়া দা আরারাকুয়ারা। তবে এর সামনে গিয়ে দাঁড়ালেই আপনি এটিকে ‘কোকাকোলা উপহ্রদ’ নামে ডাকার কারণ বুঝতে পারবেন। কারণ এর পানির রঙ ঠিক কোকাকোলার মতোই।

তবে এই পানিতে নেই কোনো কার্বোনেশন কিংবা ক্যারামেল। বরং আয়রন ও আয়োডিনের সংমিশ্রণ এবং তীরে জন্মানো নলখাগড়ার পিগমেন্টেশন একসঙ্গে মিশে গিয়ে এর পানিকে কোকাকোলার রঙ দিয়েছে।

ব্রাজিলের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এই রিও গ্রান্দে দো নর্তে’র দক্ষিণ উপকূলে অবস্থিত কোকাকোলা উপহ্রদটি। শিশুরা এই উপহ্রদের নাম শুনে উল্লসিত হলেও, পানির রঙ দেখে বয়স্ক মানুষেরা কখনো কখনো পানিতে নামতে চান না।

গ্রীষ্ম মৌসুমে কোকাকোলা উপহ্রদের অগভীর পানি বেশ গরম থাকে, ফলে পরিবার-পরিজন নিয়ে গোসল করা বা বন্য শূকরের উপর চড়ে ঘুরে বেড়ানোর জন্য এটি একটি চমৎকার জায়গা। আবার অনেকের ধারণা, যে রাসায়নিক বিক্রিয়ার ফলে পানির রঙ কোকাকোলার মত হয়ে গেছে; তা মানুষের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সূত্র : অডিটি সেন্ট্রাল

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button