জাতীয়
যেসব শর্তে খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ


সারাদেশে আগামী ১১ আগস্ট থেকে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
করোনা সংক্রমণ কমাতে সারাদেশে কঠোর লকডাউন আগামী ১১ আগস্ট থেকে শিথিল করা হবে। অন্যান্য সেক্টরের মতো খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁর ক্ষেত্রেও এই সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ঈদের আগে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও ঈদের পর ফের ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি হয়। যা ধাপে ধাপে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। আর আগামী ১১ আগস্ট বিধিনিষেধ ফের শিথিল করে সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মলসহ দোকানপাট খোলা থাকবে।