দেশজুড়ে
গোপালপুরে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে তিন সন্তানের জননীর আত্মহত্যা


মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে তিন সন্তানের জননী নূরজাহান বেগম আত্মহত্যা করেছে। শনিবার সকালে নগদাশিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের তোরাব আলীর স্ত্রী।
জানা যায়, নিহত নূরজাহান দম্পত্তির তিন ছেলে। বড় দুই ছেলের বিয়ে দিয়েছেন। বিয়ের পরেই রহস্যজনক ভাবে স্ত্রীরা স্বামীদের ছেড়ে বাপের বাড়ী চলে যায়। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। সেই ঝগড়ার রেশ ধরেই শনিবার সকালে স্বামী ও ছেলেদের উপর অভিমান করে নিজ ঘরের ধর্ণার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন নুরজাহান।
পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বিনাময়না তদন্তে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।