দেশজুড়ে

ইনকিলাবের প্রবীণ সাংবাদিক আব্দুর রহিমের ইন্তেকালে শোক প্রকাশ

দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ও প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন; মরহুম আব্দুর রহিম একজন নীতিবান ও সাহসী সাংবাদিক ছিলেন। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে তাঁর বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ছিল তাঁর অন্যতম প্রধান গুন। তিনি সুস্থ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনার পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।

এই বিভাগের আরও সংবাদ