বিনোদন

বয়সে বড় নারীদের ভালোবাসতে পরামর্শ দিলেন শ্রীলেখা

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিজীবন কিংবা ক্যারিয়ার নিয়ে সবসময় সংবাদের শিরোনামেই থাকেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা যায় তাকে। ভক্ত-অনুরাগীদের সকল কথা শুনেন এবং তার উত্তর দিয়ে থাকেন তিনি।

শ্রীলেখা মিত্র একদম বন্ধু হয়ে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। শুক্রবার (৬ আগস্ট) সকালেও অনুরাগীদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, বয়সে বড় কোনো নারীর প্রেমে পড়লে তখন কী করা উচিত? এক ভিডিওতে প্রশ্নের উত্তর দিয়েছেন মুশকিল আসান শ্রীলেখা। ভালোবাসার ক্ষেত্রে বয়সকে গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই জানিয়ে বলেন, ‘কী হয়েছে যদি সে তোমার থেকে বয়সে বড় হয়? কোথায় বলা আছে, সম্পর্কে মেয়েদের সবসময় বয়সে ছোট হতে হবে?’

ভারতের এই অভিনেত্রীর বার্তায় চিরাচরিত নিয়মের বাইরে বেরিয়ে এসে মন দিয়ে ভালোবাসার পরামর্শ ফুটে উঠেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button