বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের দোয়া-মিলাদ মাহফিল


এন আই মিলন, ষ্টাফ রিপোটার: দিনাজপুরের বীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্ম দিন পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ৫ আগষ্ট রাতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।
উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাজেদুর রহমান অন্তুুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।
ছাত্রলীগের সাধারণ স¤পাদক গোলাম মুর্শিদের পরিচালনায় বিষেশ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন স¤পাদক নুর ইসলাম, যুগ্ম সাধারণ স¤পাদক রাজিউর রহমান রাজু, শামীম ফিরোজ আলম, পৌর আওয়ামী লীগের যুন্ম সাধারণ স¤পাদক রতন ঘোষ পীযুষ, প্রচার স¯পাদক হরিশ চন্দ্র মিঠু, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের-সভাপতি মেহেদী হাসান সুজন, যুগ্ম সাধারণ স¤পাদক মারুফ হোসেন রনি, সাংগঠনিক স¤পাদক ইশতিয়াক সজীব, মাহাবুর রহমান, নেপাল চন্দ্র শীল, তৌকির রহমান তুষার, শাহরিয়ার সুইট, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মাসুদ মোস্তফা মহৎ, সৌরভ গুপ্তা, সোহেল রানা সহ দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।