দেশজুড়ে
জামালপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে রাব্বী হোসেন (২৩) নামে ৫১টি ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রাব্বী জামালপুর সদর উপজেলার পূর্ব শাহাবাজপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
সূত্রে জানা যায় বুধবার ৪ আগস্ট ২০২১ রাত প্রায় ১০ টার দিকে ওই গ্রামে র্যাবের পরিচালিত এক অভিযানে ইয়াবাসহ এই যুবকে গ্রেফতার করা হয়। পরে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছে র্যাব।