আন্তর্জাতিক

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন থেকে ইসরায়েলের সীমান্তে রকেট হামলা চালানো হয়েছে। এসময় তিনটি রকেট ছোঁড়া হয়, এর মধ্যে দুইটি ইসরায়েলের ভূমিতে আঘাত করে। জবাবে আর্টিলারি গোলা ছুঁড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (৪ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রকেট হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের জাতীয় এম্বুলেন্স সার্ভিসের মেগান ডেভিড এডোম জানিয়েছেন, রকেটের আঘাতে একটি পাহাড়ে ছোট আগুন লেগেছিল।

এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলারা রকেট ছুঁড়তে পারে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার উত্তরে লেবাননে আর্টিলারি গোলা ছোঁড়া হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button