রাজধানী

মডেল পিয়াসার সহযোগী মিশু অস্ত্রসহ গ্রেপ্তার

মডেল ফারিয়া মাহবুব পিয়াসার অন্যতম সহযোগী মিশু হাসানকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে কুর্মিটোলায় র‍্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, ঢাকার কাছেই একটি গরুর ফার্মের আড়ালে মিশু দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের কারবারে জড়িত। পিয়াসা ও মিশুর অপরাধ কর্মকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button