আন্তর্জাতিক

বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ

বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস দম্পতির বিচ্ছেদের খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের এক বিচারক তাদের বিচ্ছেদ অনুমোদন করেন।

এর আগে ৩ জুলাই নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা দেন বিল গেটস ও মেলিন্ডা। তখন একসঙ্গে তারা দু’জন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘোষণা করেন। আর সেই ঘোষণাটির তিন মাস পর তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

আশির দশকের শেষের দিকে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। সেখানেই দুজনের পরিচয়। ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনে জন্ম হয় তিন সন্তানের।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button