দেশজুড়ে
শ্রীনগরে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। গত রবিবার বিকালে উপজেলার চকবাজার সংলগ্ন সিজুয়ে কিন্ডার গার্টেন স্কুলে শ্রীনগর উপজেলা বিকল্পধারা ও যুবধারার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিকল্পধারার আহবায়ক ডাঃ এমএ হাকিম, সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, যুগ্ন-আহবায়ক আলমগীর কবির, যুবধারার আহবায়ক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন গত শনিবার হঠাৎ বুকে ব্যাথা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন।