দেশজুড়ে

গোপালপুরে শ্মশানঘাটের রাস্তা ও সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ সংলগ্ন সুতী কীর্তনখোলা মহা শ্মশানঘাটে যাতায়াতের রাস্তা ও সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক ও পৌরমেয়র রকিবুল হক ছানা এর উদ্বোধন করেন।

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত জানান, কয়েক যুগ পূর্বে প্রতিষ্ঠিত এ মহাশ্মশান ঘাটটি নানা সমস্যায় জর্জরিত। এতে মন্দির, শবদেহ রাখার ঘর, বার্নিং প্লেস, সীমানা প্রাচীর ও মরদেহ নেওয়ার কোন রাস্তা নেই। যুগ যুগ ধরে নিদারুণ কষ্টে এখানে স্থানীয় হিন্দুরা মৃতদেহ সৎকার করে আসছে।

প্রতি ভরাবর্ষায় দু’টি মরদেহ শ্মশানঘাটে নিতে অবর্ণনীয় সমস্যায় পড়তে হয়। খবর পেয়ে পৌরমেয়র শ্মশানে যাতায়াতের সুবিধার্থে বৈরাণ নদীর উপর সাঁকো নির্মাণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনির, নাসির উদ্দিন, মহিলা কাউন্সিলর রাবেয়া সুলতানা, প্রভাষক উদয় চন্দ্র পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button