কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
কিউবার ন্যাশনাল রেভল্যুশনারি পুলিশ ও দেশটির শীর্ষ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার কমিউনিস্ট দেশটির উপর চাপ প্রয়োগ করতে জো বাইডেন প্রশাসন নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোলের করা নতুন এ নিষেধাজ্ঞায় কিউবার পুলিশ বিভাগের পরিচালক ক্যালিজাস ভ্যালকারসি ও অ্যাদি সাইরা আরিয়াসকে লক্ষ্যে পরিণত করা হয়েছে।
কিউবার পুলিশ বাহিনী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের সাবেক ট্রাম্প প্রশাসনও কিউবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এদিন হোয়াইট হাউসে কিউবা বংশদ্ভূত মার্কিনীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন। তিনি বলেন, ‘ওই দ্বীপ (কিউবা) থেকে আসা স্বাধীনতার দাবিতে চিৎকার আমরা শুনতে পাই। কিউবার জনগণের আকাঙ্খাকে জোরালো করতে যুক্তরাষ্ট্র সমন্নিত পদক্ষেপ নিচ্ছে।’