চট্টগ্রামে করোনায় আরও ৪ মৃত্যু
চট্টগ্রামে আরও ৭৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে করোনায় ৪ রোগীর মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রকাশিত ২৪ ঘণ্টার রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে জানা যায়, কক্সবাজার মেডিকেল কলেজসহ মোট এগারোটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল শুক্রবার পাঁচটি ল্যাব ও এন্টিজেন টেস্টে চট্টগ্রামের ২ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষা হয়।
নতুন পজিটিভ ৭৪২ জনের মধ্যে শহরের বাসিন্দা ৬৪৯ জন এবং বারো উপজেলার ৯৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে ফটিকছড়িতে সর্বোচ্চ ২২ জন, আনোয়ারায় ২১ জন, সীতাকুন্ড ও সাতাকনিয়ায় ১২ জন করে, রাউজানে ৭ জন, সন্দ্বীপে ৬ জন, চন্দনাইশে ৫ জন, পটিয়া, হাটহাজারী ও মিরসরাইয়ে ২ জন করে এবং বাঁশখালী ও লোহাগাড়ায় ১ জন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৮১ হাজার ৯৫৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৬১ হাজার ৫৫৬ জন ও গ্রামের ২০ হাজার ৪০৩ জন।