দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ডুবে এক শিশুর মৃত্যু
ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে খেলার সাথীদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাব্বী(১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গন ব্রীজের দক্ষিনে এসিল্যান্ড বস্তির সামনে সাথীদের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় রাব্বী।নিহত রাব্বী ওই এলাকার রেজা বাবুর একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, আজ দুপুর আড়াইটার দিকে খেলার সাথীদের সাথে নদীতে গোসলে নামে রাব্বী। এসময় সবাই নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় রাব্বী।এসময় স্থানীয়রা তাকে খোঁজাখুজি শুরু করলেও তাকে না পেয়ে ৯৯৯-এ কল করা হয়।
খবর পেয়ে ডুবুরীরা এসে ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে।সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান।