অর্থনীতি

রোব ও মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রোববার ও মঙ্গলবার ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আগের নিয়মে সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।

মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এক সার্কুলারে এ নির্দেশনা জারি করে। তবে আগামী সপ্তাহে রোববার ও মঙ্গলবার এই দু’দিন ব্যাংক বন্ধ থাকলেও প্রতি সপ্তাহে রোব-মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, চলমান কঠোর লকডাউনের মেয়াদ ৫ আগস্টের পর সরকার কী সিদ্ধান্ত নেয়, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেবে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকলে এই দুই দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।

করোনাভাইরাস সংক্রমণ কমাতে চলতি বছরের ১ জুলাই দুটি রোববার ব্যাংক বন্ধ থাকলেও ঈদের ছুটির পর ২৩ জুলাই কঠোর লকডাউনের মধ্যেও রোববার ব্যাংক চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button