খুলনার কয়রার বাঁধ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ২৭ জুলাই মঙ্গলবার খুলনার কয়রা উপজেলার প্রত্যন্ত এলাকার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও উত্তরবেদকাশি ইউনিয়নের গাতিরভেড়ি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বাঁধ নির্মাণের ক্ষেত্রে এ্যালাইমেন্টসহ সকল প্রতিবন্ধকতার বিষয়ে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্টদের সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় মতবিনিময় করেন। মতবিনিময়ে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে ২৮ জুলাই থেকে পূর্ণগতিতে কাজ শুরু হওয়ার কথা এবং ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে মর্মে ঠিকাদারী প্রতিষ্ঠান আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক প্রান্তিক মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের ক্ষেত্রে গুণগত মান ঠিক রাখার বিষয়েও সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া তিনি মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দেয়া ঘরসমূহ পরিদর্শন করেন এবং উপকারভোগীদের খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, পানি উন্নয়ন বোডের্র সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, জাইকার কনস্যালট্যান্ট ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।