মোংলা বন্দরের পশুর নদীতে পানি বেড়েছে ২১ সেন্টিমিটার
মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: মোংলা সমুদ্র বন্দরে শনিবারও তিন নম্বর সর্তক সংকেত বহাল রয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হওয়াতে শুক্রবার এ সতর্ক বাতার্ জারি করে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে শনিবার মোংলার পশুর নদীর পানি স্বাভাবিকের তুলনায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এর আগে শুক্রবার বেড়েছিল ১৫ সেন্টিমিটার। পশুর নদীর পানি বাড়াতে মোংলার পশুর ও মোংলা নদীর পাড়ের কাইনমারী, কানাইনগর, চিলা, জয়মনি ও বুড়িরডাঙ্গা এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
তলিয়ে গেছে ওই সকল এলাকার বসতঘরও। তাই লঘুচাপ ও চলতি পূর্ণিমার গোনে এ এলাকায় অনেকটা বন্যা পরিস্থিরি সৃষ্টি হয়েছে। যদিও জোয়ারে প্লাবিত এ পানি ভাটায় নামতে শুরু করেছে। শুক্রবার থেকে দিনে রাতে দুইবার করে ডুবছে নদীর পাড়ের রাস্তাঘাট ও ঘরবাড়ী।
এদিকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় শনিবারও দিনভর আকাশ মেঘাচ্ছন্নের পাশাপাশি থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। তবে বন্দরে অবস্থানরত ১২টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণে কাজ স্বাভাবিক রয়েছে। বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দীন বলেন, তিন নম্বর সতর্ক সংকেতে এখানে পণ্য বোঝাই-খালাসের ক্ষেত্রে তেমন কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়না। তাই জাহাজের কাজ সচল রয়েছে। মাঝে মাঝে খুব বেশি বৃষ্টি হলে কাজ সাময়িক বন্ধ রাখা হচ্ছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, লঘুচাপ ও পূর্ণিমার ভরা গোন একসাথে হওয়ায় পশুর নদী এবং সুন্দরবনের নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় প্রায় ২১ সেন্টিমিটার বেড়েছে। এর আগে শুক্রবার যা বেড়েছিল ১৫ সেন্টিমিটার। পরদিন শনিবার আরো ৬ সেন্টিমিটার বেড়েছে। লঘুচাপের প্রভাব ও চলতি গোন শেষ না হওয়া পর্যন্ত পানির এ চাপ আরো কয়েকদিন থাকার আশংকার কথা জানিয়েছেন তিনি।