মুন্সীগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষন করার অভিযোগে ধর্ষক মিরু দেওয়ান (৬০) কে আটক করেছে পুলিশ। ২৩ শে জুলাই শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তথ্য সুত্রে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া গ্রামে শুক্রবার দুপুরে দেড়টার সময় স্থানীয় লোকজন যখন জুম্মার নামাজ আদায় করছিলো তখন ধর্ষক মিরু দেওয়ান শিশুটিকে তার বাড়ীর পাশে পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে ধর্ষক মিরুকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে টঙ্গীবাড়ি থানা পুলিশ মিরু দেওয়ানকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ জানান, শিশু ধর্ষনের অভিযোগে মিরু দেওয়ান আটক করা হয়েছে। ধর্ষন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল শনিবার মুন্সীগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাকে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ধর্ষক মিরু দেওয়ান টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া গ্রামের মৃত কালু দেওয়ানের পুত্র।