দেশজুড়ে
মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মোঃ রনি খান,মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ মির্জাগঞ্জে নিজের বসত ঘরের রুয়ায় গলায় ফাঁস দিয়ে মোঃ রফিক হাওলাদার (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৩জুলাই) রাত ৩ টায় কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিন কাকড়াবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোঃ রফিক একই গ্রামের মৃত মোঃ হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোঃ রফিক মানুসিক ভারসম্যহীন ছিলো। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার মায়ের হঠাৎ ঘুম ভাঙলে তাকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে স্বজনরা এসে উদ্দার করে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ্ বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় সকালে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।