দেশজুড়ে

ধামরাইয়ে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো এসডিআই

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি :  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে অসহায় ও দরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। মঙ্গলবার সকালে ধামরাই উপজেলার সুতিপাড়া এফটিসি প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক এসব অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এরআগে তাদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, লবণ ও পেঁয়াজ।

এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, মহামারি করোনায় খেটে খাওয়া পরিবারের মানুষ অসহায় হয়ে পড়েছেন। আমরা সব সময় এসব অসহায় ও দরিদ্র পরিবারের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের ছেলে মুহিদ তানজিম হক, এসডিআই এর সন্দীপ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মো হারুন অর রশীদ, এসডিআইয়ের শাখা ব্যবস্থাপক আব্দুল করিম, হিসাব রক্ষক জহুরা বেগম, এসডিআইয়ের রিপন আহম্মেদ, মোশারফ হোসাইন প্রমূখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button