দেশজুড়ে
মাগুরার মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
মতিন রহমান, মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ১২৩১ জন উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস উপস্থিত থেকে প্রত্যেক উপকারভোগী ব্যাক্তির মাঝে সরকারি ভাবে বরাদ্দ পাওয়া ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করেন।
উপকারভোগীরা জানায়, ঈদের আগের দিন এই চাল পেয়ে তারা খুশি। এজন্য তারা প্রধানমন্ত্রী ও ইউনিয়নের চেয়ারম্যান কে ধন্যবাদ জানান।
উল্লেখ, মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের রাজপাট রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই চাল বিতরণ করা হয়েছে। এসময় ইউপি সদস্য ও গ্রামপুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।