দেশজুড়ে

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাগআঁচড়া ডক্টর্স চেম্বারের স্বত্বাধীকারি ডাঃ মোঃ শহীদ হাসান

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাগআঁচড়া ডক্টর্স চেম্বারের স্বত্বাধীকারি ডাঃ শহীদ হাসান।ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর দুটি সর্বোত্তম ও প্রধান ধর্মীয় উৎসবের একটি।

পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না,পরস্পরকে ভ্রাতৃত্ব,সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।বৈশ্বিক করোনা দুর্যোগ মুহূর্তে ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। আমরা যেনো সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করি, পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ জরা।

তিনি আরো জানান, ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা প্রদর্শন করি, সম্প্রীতি গড়ে তুলি অসহাশ মানুষের পাশে দাঁড়ানো উচিত ।কোরবানির সাথে সাথে নিজেদের মনের হিংসা, ক্রোধকে ও যেন কোরবানি দিতে পারি এই কামনা।

ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তির সুবাতাস, ভালোবাসা সবার জন্য।
ঈদ মোবারক। ঈদ মোবারক
“ঘরে থাকুন, নিরাপদ থাকুন”।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button